নতুন বছরে নতুন পাসওয়ার্ড

(প্রযুক্তি প্রতিদিন) নিজেকে নিরাপদ রাখতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। অবহেলা না করে কিছুদিন পর পর পিরবর্তন করে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি। এতে অনলাইন মাধ্যমে নিরাপদ রাখতে পারবেন আপনার অ্যাকাউন্ট গুলো।
আর এজন্য নতুন বছরে নিজের নিরাপত্তায় আপনার প্রথম কাজই হোক পাসওয়ার্ড বদলানো। পাওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন।
অনেকে সবকিছুতেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। তারা আসলে বুঝতেও পারেন না এটা কতটা বিপজ্জনক। কেউ যদি আপনার কোনো একটি পাসওয়ার্ড জানতে পারে, আপনার সবগুলো ওয়েবসাইটের পাসওয়ার্ড হাতবদল হয়ে যেতে পারে।
পাসওয়ার্ড শক্তিশালী করতে পাসওয়ার্ডে শুধু নাম না দিয়ে তাতে সংখ্যা ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন যুক্ত করতে পারেন।
প্রতিটি ওয়েবসাইটে বা লগইনের জন্য ব্যবহার করুন আলাদা পাসওয়ার্ড।
অনলাইন ব্যাংকিংয়ের জন্য তৈরি পাসওয়ার্ডে শেষে বিভিন্ন রকম সাংকেতিক শব্দ যুক্ত করতে পারেন।
একেক মাসে ব্যবহার করুন একেক পাসওয়ার্ড। তাতে জানুয়ারির জন্য A, ফেব্রুয়ারির জন্য B, মার্চের জন্য C হতে পারে।
অনেকদিন ধরে কোনো ওয়েবসাইট ব্যবহার না হলে তার পাসওয়ার্ডেও আনতে পারেন পরিবর্তন।
পাসওয়ার্ড পাল্টে নিলেন কিন্ত কয়েক দিন পর ভুলে গেলেন নতুন পার্সওয়ার্ড। তাহলে কিন্তু বেশি বিব্রত পরিস্থিতিতে পরবেন। এজন্য পাল্টানোর সাথে সাথে কোথাও লিখে রাখতে পারেন।