নকিয়া আনছে ফ্যাবলেট

(প্রযুক্তি প্রতিদিন) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ফ্যাবলেটের ঘোষণা দিতে পারে নকিয়া। নকিয়া চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফ্যাবলেট তৈরি করছে বলেই অনেকে ধারণা করছেন। তুলনামূলকভাবে ডিসপ্লের মাপ ছোটো হলেও নকিয়ার এ পণ্যটিতে ট্যাবলেট ও স্মার্টফোনের দুই রকম ফিচারই উপভোগ করা যাবে। সাধারণত পাঁচ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে থেকে সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত পণ্যের শ্রেণীকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এতে ট্যাবলেট ও স্মার্টফোনের দুই রকম সুবিধা থাকে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চার দশমিক সাত ইঞ্চির ফ্যাবলেট বাজারে তুলনামূলকভাবে স্যামসাংয়ের গ্যালাক্সি মেগা বা সনির এক্সপেরিয়া জেডের চেয়ে ছোট। নকিয়ার নতুন ফ্যাবলেটে এক দশমিক দুই গিগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও উন্নত ব্যাটারি সুবিধা থাকবে।