ধাতব কাঠামোর গ্যালাক্সি এস৫

(প্রযুক্তি প্রতিদিন) প্রযুক্তিপণ্যের উদ্ভাবন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যেকার প্রতিযোগিতা যখন তুঙ্গে তখনই স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোনের তথ্য প্রকাশ পেয়েছে।
স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৫ নামক ধাতব কাঠামোর স্মার্টফোনটির তথ্য ফাঁস করেছে।
অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং ধাতব কাঠামোর স্মার্টফোন বাজারে আনবে।
আগামী বছরের এপ্রিল মাস নাগাদ ধাতব কাঠামোর গ্যালাক্সি এস৫ বাজারে আনতে পারে স্যামসাং। এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা স্যামসাংয়ের নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে জানা গেছে। বর্তমানে ভিয়েতনামের প্রকৌশলীদের নিয়ে ধাতব অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়মি কাঠামোর স্মার্টফোন তৈরির বিষয়টি পরীক্ষা করে দেখছে স্যামসাং।
এসব তথ্যের সত্যতা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে স্যামসাং ভক্তদের।