দ্য ডার্ক আই : চেন অব সাতিনাভ

(প্রযুক্তি প্রতিদিন) এটি গেমটিতে রূপকথার গল্পের একটি ছায়া পাওয়া যাবে। শুরুতেই পরিচিত হওয়া যাবে জেরনের সাথে, যে গল্পের মূল চরিত্রের ভূমিকা পালন করেছে। ১৩ বছর আগে এক সন্ন্যাসী ভবিষ্যদ্বাণী করে বলেন, জেরনের জন্যই তার দেশ ‘অ্যান্ডারগাস্ট’ বিপন্ন অবস্থায় পতিত হবে। গেমের শুরুটা খুব আনন্দমুখরই হবে, কেননা তখনও কোনো ধ্বংসাত্মক কর্মকান্ডের আভাস থাকবে না। শুরুতে সে একজন পাখিওয়ালা এবং রাজার সাথে একটি প্রতিযোগিতায় জয়লাভ করে। রাজা নির্দেশ দেন, সে যেনো পাশের দেশ নস্ট্রিয়ানের রাজার সাথে দেখা করে। শিগগির সে বুঝতে পারে সবকিছুর পেছনেই গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। নস্ট্রিয়া পরিকল্পতভাবে তাদের দেশের ওপর আক্রমণের জন্য প্রস্তুত হচেছ। ঠিক তখনই সেই সন্যাসীকে দেখা যাবে জেরনের শিকরূপে। সন্ন্যাসী তখন জেরনের বনে পাঠাবেন নূরী নামে এক পরীর কাছে, যার মাধ্যমে সব ধরনের অঘটন থেকে মুক্তি পাওয়া যাবে। জেরন নূরীকে নিয়ে তার দেশে ফিরে আসে, কিন্তু জনসাধারণ নূরীকে মেনে নেয় না। অন্যদিকে জেরনকে কিভাবে সমস্যার সমাধান করতে হবে, তা বলার আগেই সন্ন্যাসী মারা যায়। তখন জেরন নিজেই নেমে পড়ে রাস্তায়। আর নূরীকে রা করে নানা সমস্যা থেে ক। আর এখান থেকেই রোমাঞ্চের শুরু গেমটিতে। প্রথমে নূরীকে নানা প্রতিকূলতার হাত থেকে বাঁচাতে হবে এবং তারপর তাকে তার রাজ্যে ফিরিয়ে দিতে নানা সাহসিকতার পরিচয় দিতে হবে। নূরীর রাজ্যে গেলেও দেখা যাবে এক দৈত্য তাদের রাজ্যেকে নি¯প্রাণ করে দিয়েছে। সে অবস্থা থেকেও তাদেরকে রা করতে হবে জেরনকে। এই গেমের সম্পূর্ণ গল্প তৈরি করা হয়েছে চমকপ্রদ টুডি অ্যানিমেশনের মাধ্যমে। গেমের প্রত্যেকটি চরিত্রটিকেই সুন্দর চেহারা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর চেহারা অনুযায়ী কন্ঠ দেয়া হয়েছে। সেই সাথে গেমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে তা সবাই আকৃষ্ট করবে। গেমটি সফলভাবে সম্পন্ন করতে গেলে জেরনকে অনেকগুলো পাজল বুদ্ধিদীপ্তের সাথে সমাধান করতে হবে, যা সম্পন্ন করতে গেমারের মাথা খাটানের কোনো বিকল্প নেই। গেমটিতে সর্বমোট তিনটি লেভেল রয়েছে। অ্যাডভান্স লেভেল মোডে মোটামুটিভাবে ১৫ ঘন্টার মতো সময় লাগে। এছাড়া রয়েছে অনেক অপশন, যেগুলো খেলার যেকোনো সময় চালু বা বন্ধ করা যায়। গেমটির গ্রাফিক্স ও সাউন্ড ভাল লাগবে গেমারদের।
পিসি রিকয়্যারমেন্ট
প্রসেসর: পেন্টিয়াম ৪, ২.৪ গিগাহার্টজ বা সেম্প্রন ২২০০+ (এএমডি) র‌্যাম: ২ গিগাবাইট , গ্রাফিক্স কার্ড: ৫১২ মেগাবাইট , ফ্রি হার্ডডিস্ক স্পেস: ৬ গিগাবাইট।