দেশের বাজারে গিগাবাইটের ৮ সিরিজের মাদারবোর্ড

(প্রযুক্তি প্রতিদিন) গত বুধবার রাজধানীর একটি হোটেলে গিগাবাইট পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গিগাবাইটের এইট সিরিজের পাঁচটি মডেলের মাদারবোর্ড উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের রিজিওনাল ম্যানেজার এলান সুজু ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান, স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং সহকারী মহাব্যবস্থাপক এস এম জাকিউর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এলান সুজু বলেন, ‘গিগাবাইট সবসময়ই সর্বাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পণ্য উৎপাদন করে থাকে। আমাদের আট সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের ফোর্থ জেনারেশন প্রসেসর সমর্থন করে। ইন্টেলের ফোর্থ জেনারেশন প্রসেসর ইউজারদের হাতে পৌঁছানোর আগেই আমরা এইট সিরিজের মাদারবোর্ড সবার জন্য উন্মুক্ত করলাম। আমরা আশা করছি আমাদের র্প্বূবর্তী সিরিজের মাদারবোর্ডগুলোর মতো এ সিরিজের মাদারবোর্ডগুলোও বাজারে আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হবে।’ এ দিকে স্মার্ট মহাব্যবস্থাপক বলেন, ‘বাংলাদেশের বাজারে গিগাবাইট মাদারবোর্ডের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা প্রদানে আমরা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে থাকি। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইট সিরিজের মোট পাঁচটি মডেল দেশের বাজারে উন্মুক্ত করলাম। মাদারবোর্ডগুলো ১২ হাজার থেকে ৪১ হাজার টাকায় পাওয়া যাবে।’ ওই অনুষ্ঠানে গিগাবাইট বাংলা রান টাইগার প্রোগ্রামের আওতায় সেরা ডিলার হিসেবে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধির হাতে মোটরসাইকেল হস্তান্তর করা হয়। তা ছাড়াও অনিক্স কম্পিউটারকে গিগাবাইট কোর আই থ্রি ল্যাপটপ ও আইটি এক্সেসকে গিগাবাইট ডুয়াল কোর ল্যাপটপ হস্তান্তর করা হয়।