দুই হাজার টাকায় থ্রিজি মডেম দিবে গ্রামীনফোন

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি দেশের শীর্ষ মেবাইলফোন সেবা দাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন থ্রিজি সেবায় কি সুবিধা দেবে তার ঘোষণা দিয়েছে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে জানিয়েছেন, মাত্র ২ হাজার টাকায় থ্রিজি মডেম, ৪ হাজার ৫০০ টাকার মধ্যে স্মার্টফোন এবং এসএমএস করে বিনা মূল্যে থ্রিজিতে রূপান্তর সেবা চালু করবে গ্রামীনফোন। ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের গ্রাহকরা ঈদুল আজহার আগেই তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা (থ্রিজি) পাবেন। আগামী ১০-১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে এই সেবা চালু হবে। এরপর ১৪ নভেম্বর খুলশী, ২৪ ডিসেম্বর চট্টগ্রামের পাহাড়তলী, কক্সবাজার শহর, সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন দ্বীপ। ২৬ ডিসেম্বর কোতোয়ালি। ২৯ ডিসেম্বর হালিশহর, চট্টগ্রাম ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থ্রিজির আওতায় আসবে।
২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সব বিভাগীয় শহর এবং ২০১৪ সালের মার্চের মধ্যে ৬৪ জেলার গ্রাহকরা এ সেবা পাবে।
অ্যালান আরো জানিয়েছেন, শুরুতে বিভিন্ন মূল্যের চারটি প্যাকেজে গ্রাহকরা এ সেবা ক্রয় করতে পারবেন গ্রাহক। এছাড়াও ২০০৯ সালের পর থেকে বিক্রিত ইন্টারনেট মডেমও সরাসরি থ্রিজি সাপোর্ট করবে।
বর্তমান সব গ্রাহকই মাত্র একটি এসএমএসের মাধ্যমে বিনা মূল্যে টুজি থেকে থ্রিজিতে রূপান্তরিত হবে।