ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্কের নমুনা তৈরী

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রিত প্রথম ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক তৈরি করেছেন গবেষকরা। উচ্চ রেজুলিউশনের ত্রিমাত্রিক ডিজিটাল মানব মস্তিষ্কের এ নমুনাটির নাম দিয়েছেন ‘বিগ ব্রেইন’। বিগ ব্রেইন নমুনাটি মানবমস্তিষ্কের গঠন সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে। এর ফলে মস্তিষ্কের অতি সূক্ষ্ম অংশগুলোও গবেষকরা দেখতে পারছেন। গবেষকদের একজন অধ্যাপক ক্যাটরিন আমুন্টস এটিকে গুগল আর্থের সঙ্গে তুলনা করে জানান যে, এটির থ্রিডি সুবিধার কারণে অনেক সূক্ষ্ম জিনিসও দেখা যায়, যা আগে দেখা যেত না।
নমুনাটি সম্পন্ন করতে গবেষকদের সময় লেগেছে ১০ বছর। এর মাধ্যমে আট হাজার কোটি নিউরন দেখা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। ৬৫ বছর বয়সী এক নারীর মস্তিষ্কের সাত হাজার চারশ’ গুরুত্বপূর্ণ অংশের স্লাইস দিয়ে নমুনাটি তৈরি করা হয়েছে।