তিন সিমের স্মার্টফোন

(প্রযুক্তি প্রতিদিন) চীনের স্মার্টফোন নির্মাতা গুফোন তিন সিমবিশিষ্ট বিশ্বের প্রথম স্মার্টফোন এক্সওয়ানপ্লাস বাজারে এনেছে। জনপ্রিয় মডেলের অনুকরণে স্মার্টফোন তৈরি করে কমমূল্যে বাজারে সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে। স্যামসাংয়ের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এস থ্রির অনুকরণে তিন সিমবিশিষ্ট এ স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। বাজারে সর্বোচ্চ দুই সিমবিশিষ্ট স্মার্টফোন রয়েছে। গুফোনের কল্যাণে গ্রাহকদের তিন সিমবিশিষ্ট স্মার্টফোন ব্যবহারের সুযোগ এসেছে। ৫ ইঞ্চি পর্দার এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইটের রম। ১ দশমিক ২ গিগাহার্টজ ডুয়াল কোর এমটিকে এমটি৬৫৭২ প্রসেসরবিশিষ্ট এ ফোনটিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির পেছনে ৫ মেগাপিক্সেলের ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেম। এক্সওয়ানপ্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯ দশমিক ৯৯ ডলার।