ডিআইইউ’তে চলছে শিশু-কিশোরদের বিজ্ঞান ক্যাম্প

(প্রযুক্তি প্রতিদিন) ঢাকার অদূরে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘প্রথম জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগ ৩১ মে ও ১ জুন ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করা ৫১ জন খুদে বিজ্ঞানী ক্যাম্পে অংশ নিচ্ছে। এ ক্যাম্প চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। ক্যাম্পে চলছে বিজ্ঞান নিয়ে আলোচনা, বিজ্ঞানের নানা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ, আকাশ দেখা, গাছ চেনা ইত্যাদি আয়োজন। গতকাল ক্যাম্পে এসেছিলেন বাবিজসের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘ভালো বিজ্ঞানী হতে হলে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেমন জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে হবে।’ ঘরে বসে করা যায় এমন কিছু বৈজ্ঞানিক পরীক্ষার কৌশল তিনি শিখিয়ে দেন। হাত ছোঁয়ালে লজ্জাবতী লতার পাতা যে বন্ধ হয়ে যায়, সেই পাতা আবার কতক্ষণ পর খোলে? এ নিয়েই একটা দল লেগে গেছে গবেষণায়। আরও দুই দিন পর্যবেক্ষণ করে তারা ফলাফল জানাবে। আবার আরেক দল হয়তো ব্যস্ত বিকেলে কী খেলা হবে তা ঠিক করতে, আবার আরেক দল ব্যস্ত রাতে শিশুতোষ কোন চলচ্চিত্র দেখানো যায় সে ব্যাপারে একমত হতে।
শুক্রবার ক্যাম্পে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার, ডিআইইউর স্থায়ী ক্যাম্পাসের পরিচালক মোস্তফা কামাল, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাবিজসের সহসভাপতি মুনির হাসান, ক্যাম্পের পরিচালক ফারসীম মান্নান মোহাম্মদী।