টুইটারে নতুন নিরাপত্তাব্যবস্থা

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ সাইট টুইটার সম্প্রতি দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা চালু করেছে। স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে হামলা হওয়ার পর টুইটার কর্তৃপক্ষ তাদের সাইটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছন প্রযুক্তি বিশ্লেষকরা। এর আগে টুইটারে প্রবেশের জন্য শুধু একবার পাসওয়ার্ড দিলেই হতো। কিন্তু বর্তমানে এতে প্রবেশের জন্য দুবার পাসওয়ার্ড দিতে হবে। এর ফলে হ্যাকাররা চাইলেই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। নিরাপত্তা গবেষকরা টুইটারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কারন টুইটারে রাজনৈতিক ও বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে। এসব ব্যবহারকারীর প্রতিদিন মোট ৪০ কোটির বেশি বার্তা আদান-প্রদান করে টুইটারে। তাই নিরাপত্তাজনিত ব্যাপারে সাইটটির কোনো ধরনের অবহেলা করার অবকাশ নেই বলে জানিয়েছেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরেই সাইটটি দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা তৈরির পরিকল্পনা করে আসছে। বিভিন্ন কারণে এর বাস্তবায়ন সম্ভব না হওয়ায় পরবর্তীতে সাইটটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়। এমনকি হ্যাক হওয়া এক অ্যাকাউন্টে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বোমা হামলা হয়েছে বলেও খবর রটিয়েছিল হ্যাকাররা। এর ফলে টুইটার দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য সমালোচকদের তোপের মুখে পড়েছিল। নতুন দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে নিরাপদ হলেও হ্যাকারদের পক্ষে এ ব্যবস্থা ভাঙা অসম্ভব নয় বলে জানিয়েছন, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান তাইয়া গ্লোবাল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী জেফরি কার। তিনি মনে করেন, আমাদের প্রতিনিয়ত নিরাপত্তাব্যবস্থা মজবুত করতে হ্যাকারদের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেয়া উচিত।