জিপিআইটি ও প্রিয়.কম অ্যাপস উৎসব

(প্রযুক্তি প্রতিদিন) আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ সফটওয়্যার ডেভেলপারদের পরিচিত করে দিতে শুরু হলো ‘জিপিআইটি-প্রিয়.কম অ্যাপস উৎসব ২০১৩’। এ উপলক্ষে শনিবার বিকেল ৪.৩০ টায় হোটেল রূপসী বাংলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জিপিআইটি’র প্রধান নির্বাহী রায়হান শামসী, চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও প্রিয়.কম-এর সম্পাদক জাকারিয়া স্বপন।
অ্যাপস উৎসব নিয়ে প্রিয়.কম এর সম্পাদক জাকারিয়া স্বপন বলেন, ‘মোবাইল ফোন এবং অ্যাপস বর্তমান বিশ্বকে পুরোপুরি পাল্টে দিয়েছে। সারা বিশ্বে বিলিয়ন ডলারের অ্যাপস বাজার তৈরি হয়েছে। কিন্তু যোগ্যতা থাকার পরও বাংলাদেশ এখনো আন্তর্জাতিক অ্যাপস অঙ্গনে তেমন কোনও ছাপ রাখতে পারেনি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণদেরকে সঠিক অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিলে তারাও বিশ্ব বাজারে যেমন জায়গা করে নিতে পারবে, একইভাবে বাংলাদেশের অনেক সমস্যার প্রযুক্তিগত সমাধানে অবদান রাখতে পারবে। সেই লক্ষ্যকে সামনে রেখে গ্রামীনফোন আইটি লিমিটেড (জিপিআইটি) এবং প্রিয়.কম যৌথভাবে আয়োজন করছে ‘অ্যাপস উৎসব ২০১৩’।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একটা সময় ছিল যখন উন্ন বিশ্ব বলে কিছু দেশ ছিল, তারা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়ে যেত এবং আমাদের মতো দেশের মানুষেরা সেই দেশগুলোর অনেক পিছনে পিছনে থেকে তাদের অনুসরণ করতো। এখন আর সেই দিন নেই। আমাদের তরুণরা এখন এক ক্লিকেই পৃথিবীর সবশেষ প্রযুক্তির কথা জানতে পারে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা অ্যাপস বানাচ্ছে। তাদের নিয়েই আমাদের এ উৎসব।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিশ্বের বড় বড় আইটি প্রতিষ্ঠানে আমাদের তরুণরা কাজ করছে। তারা অনেক সম্ভাবনাময়। সেই তরুণদের সম্ভাবনাকে তুলে আনতে অ্যাপস উৎসবের আয়োজন।’
জিপিআইটি’র প্রধান নির্বাহী রায়হান শামসী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অনেক প্রতিভাবান। আমরা সবসময়ই তাদের জন্য বড় কিছু করতে চাই। সীমিত সম্পদ নিয়ে তাদের কাজ করতে হয়। ফলে অনেক সম্ভাবনা অঙ্কুরেই হারিয়ে যায়। সেই তরুণদের সম্ভাবনাকে তুলে আনতে কাজ করবে অ্যাপস উৎসব।’
চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, ‘কৃষি ক্ষেত্রেও প্রযুক্তির ছোয়া লেগেছে। নতুন নতুন অ্যাপস তৈরি হচ্ছে। অ্যাপস উৎসবের মাধ্যমে আমরা আরও নতুন কিছু অ্যাপস চাই। যা আমাদের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
আয়োজকরা জানান, উৎসবের চূড়ান্ত ৫ বিজয়ীকে বিশ্বের তথ্যপ্রযুক্তির শীর্ষস্থান হিসেবে খ্যাত আমেরিকার “সিলিকন ভ্যালি” ভ্রমণের সুযোগ পাবেন। সেখানে তাদের বিশ্বের কিছু শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। এব্যাপারে আরও জানতে ভিজিট করুন http://appsfactory.com.bd এই পেজে।