চালু হলো গুগলের অ্যান্ড্রয়েড পে

(প্রযুক্তি প্রতিদিন) অবশেষে অর্থ লেনদেনে নিজস্ব ব্যবস্থা অ্যান্ড্রয়েড পে চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪ এর পরের সংস্করণের গ্রাহকরা গুগলের অর্থ লেনদেনের সেবাটি ব্যবহার করতে পারবেন।
তবে এতে সংশ্লিষ্ট ডিভাইসে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ব্যবস্থা থাকতে হবে। গুগল ওয়ালেট অ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট আপডেটের মাধ্যমেই অ্যান্ড্রয়েড পে ব্যবহার করতে পারবেন। অন্যদের গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। গুগলের নতুন সেবায় গ্রাহক তার ক্রেডিট কার্ডের বিভিন্ন তথ্য সংরক্ষণ করার সুযোগ পাবেন।
গ্রাহকদের অ্যান্ড্রয়েড পে ব্যবস্থায় অর্থ লেনদেন সেবা সরবরাহে বেশকিছু খুচরা বিক্রয় কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গুগল। ভবিষ্যতে খুচরা বিক্রয় কেন্দ্রের এ সংখ্যা আরো বাড়াবে মার্কিন প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের মতে, অর্থ লেনদেনের এ বাজারের মূল্য ২০১৭ সালের মধ্যে ১ লাখ কোটি ডলারে দাঁড়াবে। এ বিশাল বাজারে এগিয়ে থাকতেই চেষ্টা করে যাচ্ছে গুগল, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো। অচিরেই গুগল অ্যান্ড্রয়েড পে যুক্তরাষ্ট্রের বাইরেও চালু করতে পারে।