গুগলের প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের বার্ষিক আয়োজন ‘কোড জ্যাম ২০১৩’এর নিবন্ধন শরু হয়েছে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা এবার ১০ বছরে পা দিয়েছে।
কম্পিউটার প্রোগ্রামারদের জন্য আয়োজিত তিন মাসব্যাপী এ প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে গত ১২ মার্চ থেকে। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে। ঘরে বসেই এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় সারা বিশ্বের ৩৫ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। গুগল কতৃপক্ষ জানিয়েছে, এবারের প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ হাজার ডলার পুরস্কার। এ ছাড়া দ্বিতীয় বিজয়ী দুই হাজার, তৃতীয় বিজয়ী এক হাজার এবং চতুর্থ থেকে ২৫তম বিজয়ী ১০০ ডলার করে পুরস্কার পাবেন। এ প্রতিযোগিতায় শিক্ষার্থী ছাড়াও পেশাদার বা অপেশাদার যে কেউ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে গুগলের দেওয়া গাণিতিক বা কোড সমস্যার সমাধান করতে হবে। চূড়ান্ত পর্বসহ প্রতিযোগিতায় থাকছে চারটি রাউন্ড। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে শুরু করে সব কটি রাউন্ডই ঘরে বসেই অংশ নেওয়া যাবে। কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিযোগীরা সমস্যা সমাধানের জন্য পাবেন ২৪ ঘণ্টা। পরের রাউন্ডে সময় থাকবে আড়াই ঘণ্টা। এভাবে তিন রাউন্ড শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২৫ জনকে গুগলের যুক্তরাজ্যের অফিসে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেবে গুগল। আগামী ১৬ আগস্ট চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে www.code.google.com/codejam ঠিকানায়।