গেমস : অ্যাংরি বার্ডস গো

(প্রযুক্তি প্রতিদিন) সেলফোন কিংবা ট্যাবলেটে অ্যাংরি বার্ডস গেমটি খেলেননি এমন লোক খুঁজে পাওয়াই দুষ্কর। অত্যন্ত জনপ্রিয় এ গেমের নতুন সংস্করণ নিয়ে আবার হাজির হচ্ছে নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্ট। আগামী ১১ ডিসেম্বর আসছে রাগান্বিত পাখিদের অভিযান নিয়ে নতুন সংস্করন। আগের গেমগুলোয় গেমারদের কাজ ছিল পদার্থবিজ্ঞানের জটিল সব হিসাব কষে গুলতি থেকে পালকওয়ালা এ প্রাণীগুলোকে ছুড়ে দেয়া। তাদের কাজ আবার বিভিন্ন প্রতিরক্ষা প্রাচীর ভেঙে দিয়ে জাত শত্রুদের ধ্বংস করা। কিন্তু অ্যাংরি বার্ডস গোতে অগ্নিশর্মা পাখিদের সেই চিরাচরিত চেহারা আর দেখা যাবে না।
নতুন গেমটিতে পাখিগুলো অংশ নিচ্ছে নিচু গাড়ি রেসিংয়ে। এ ক্ষেত্রে গেমটার ধারণা এসেছে মারিও কার্ট থেকে। তবে এখানে রেসিং ট্র্যাকে গাড়ি নিয়ে ছুটেই কাজ শেষ নয়। পাওয়া যাবে কার্টুন ধরনের পাওয়ার-আপ; এগুলো ব্যবহার করা যাবে গাড়ির গতি বৃদ্ধির জন্য। কিংবা প্রতিদ্বন্দ্বীদের গাড়ি রাস্তা থেকে সরিয়ে দিতেও কাজে লাগবে সেগুলো। আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন৮ ও ব্ল্যাকবেরি ১০-এ গেমটি খেলা যাবে।