গুগল চালু করছে সৌরবিদ্যুৎ প্রকল্প

(প্রযুক্তি প্রতিদিন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা রাজ্যে আট কোটি ডলার ব্যয়ে ছয়টি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে গুগল। যুক্তরাষ্ট্রের ১৭ হাজার বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্পটি হাতে নিয়েছে গুগল।
এ নিয়ে গুগল ১৪ বারের মতো নবায়নযোগ্য শক্তি প্রকল্পে ভূমিকা রাখল। ২০১০ সালের এপ্রিল থেকে সৌর এবং বায়ুবিষয়ক প্রকল্পে ১০০ কোটি ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির মাধ্যমে মোট ১০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।