গুগল গ্লাস নিয়ে হ্যাকাথন

(প্রযুক্তি প্রতিদিন) গুগলের স্মার্ট গ্লাস নিয়ে নতুন কাজ শুরু করতে এবার হ্যাকাথনের আয়োজন করেছে গুগল। ১৯ ও ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিকোতে অনুষ্ঠিত হবে ওই হ্যাকাথন। ‘গ্লাসওয়্যার ডেভেলপমেন্ট কিট’ লঞ্চিং উপলক্ষে ডেভেলপারদের দুই দিনব্যাপী এক হ্যাকাথনে অংশগ্রহণের দাওয়াত পাঠিয়েছে গুগল। গুগল গ্লাসের সঙ্গে ডেভেলপারদের পরিচয় করিয়ে দিতে গুগলের হ্যাকাথন আয়োজনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গুগল গ্লাস প্রোটোটাইপের এক্সপ্লোরার সংস্করণের সঙ্গে ডেভেলপারদের পরিচয় করিয়ে দিতে আরও দুটি হ্যাকাথনের আয়োজন করেছিল গুগল।
স্মার্টফোন আর ট্যাবলেটের মতোই ব্যক্তিগত প্রযুক্তিপণ্যের জগতে নতুন বিপ্লব ঘটাতে পারে গুগল গ্লাস এমন ধারণা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইট। গুগল গ্লাস আদতে পরিধানযোগ্য বিশেষ এক চশমা, যা দিয়ে ছবি তোলা, ভিডিও করা, চ্যাটিং এবং ব্রাউজিং করা যাবে চোখের ইশারায়।