গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের স্মার্টগ্লাস

(প্রযুক্তি প্রতিদিন) শুরুতে স্মার্টগ্লাস প্রযুক্তির একমাত্র মালিক ছিল গুগল। গুগলের গ্লাস আগামী বছর নাগাদ বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র স্মার্ট চশমার মালিকানায় রয়েছে গুগল। তবে গুগল গ্লাসের প্রথম প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্মার্টফোন ও স্মার্টঘড়ির পর এবার স্মার্ট চশমা নির্মাণের দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি স্মার্টগ্লাস তৈরির জন্যে পেটেন্ট আবেদন করেছে। স্মার্টগ্লাস তৈরির ক্ষেত্রে স্যামসাং গুগলকেই অনুসরণ করবে। এতে থাকবে স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সাথে সিনক্রোনাইজ করার সুবিধা। এর সাহায্যে স্মার্টফোনে আসা কল রিসিভ করা যাবে কিংবা কল করে কথা বলা যাবে। বিল্টইন হেডফোনের সাহায্যে শব্দ শোনা যাবে। গুগল গ্লাসের মত এর লেন্সেও নানা ধরণের তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে সে ব্যপারে কোন তথ্য জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ।