গুগলের ই-চশমা পড়বে কুকুর

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের শীর্ষ ইন্টারনেট-ভিত্তিক সেবাপ্রতিষ্ঠান গুগল, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কুকুরদের জন্য চশমা বানাচ্ছে। কুকুরের উপযোগী পরিধানযোগ্য চশমা তৈরিতে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহায়তা নিচ্ছে গুগল। বোমা ও লাশ খুঁজে বের করায় নিয়োজিত কুকুরগুলো এ চশমার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকারীদের সাথে আরো ভালোভাবে যোগাযোগ রাখতে পারবে। এক কথায় এ প্রযুক্তির মাধ্যমে কুকুরের দৃষ্টিতে দুনিয়াকে দেখতে পারবে মানুষ।
গুগল গ্লাস প্রকল্পটির প্রধান কারিগরি বিশেষজ্ঞ থাড স্টারনার এরই মধ্যে জর্জিয়া ইনস্টিটিউটের অধ্যাপকদের সাথে কাজ করতে শুরু করেছেন। কিছু দিনের মধ্যেই কুকুরের মাথায় বসানোর উপযোগী গুগল গ্লাস তৈরি হবে। ইতোমধ্যে বেশকিছু কুকুরের ওপর গবেষণা চালানো হয়েছে। এসব কুকুরের মাথায় বসানো সেনসরগুলো কিভাবে চালু করলে বেশি সুবিধা হয়, সেটিই দেখা হচ্ছে।