ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন

(প্রযুক্তি প্রতিদিন) আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘অনলাইন পেমেন্টে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার’ শিরোনামের এ পরিপত্রে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা অনলাইনে কেনাকাটার জন্য তাদের অব্যবহৃত আন্তর্জাতিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। তবে তা বছরে এক হাজার ডলারের বেশি হতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এ পরিপত্রে প্রতি একক লেনদেনে বিনিময়ের সর্বোচ্চ সীমাও বেঁধে দেয়া হয়েছে। এতে বলা হয়, অনলাইনে কেনাকাটায় প্রতি একক লেনদেনে সর্বোচ্চ একশ ডলার খরচ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের এই অনুমতির মাধ্যমে বাংলাদেশ থেকে ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অনলাইন লেনদেনের দীর্ঘদিনের জটিলতার অবসান হচ্ছে। সফটওয়্যার-বইপত্র কেনা, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনলাইনে লেনদেনের সুযোগ এতদিন ছিল না। সফটওয়্যার, ই-বুক ইত্যাদি কেনাকাটায় অনলাইনে লেনদেন করা যাবে বলে পরিপত্রে বলা হয়। লেনদেনের ক্ষেত্রে সতর্কও করেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘অবিশ্বস্ত’ বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা যেন কোনো ‘ঝুঁকি’ না নেয় সে বিষয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।