কম দামে স্মার্টফোন আনছে মটোরোলা

(প্রযুক্তি প্রতিদিন) মটো জি নামে একটি কম দামি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। এ স্মার্টফোনটির পেছনের প্যানেলটি কাস্টোমাইজ করা যাবে। মটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনগুলোতে যে ধরনের ফিচার থাকে তার প্রায় সবগুলোই এ স্মার্টফোনটিতে যুক্ত করেছে।
সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির ডিসপ্লেতে উন্নত রেজুলেশনে ভিডিও দেখা যায়। স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘কিটক্যাট’ থাকবে মটো জিতে। এটি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। এশিয়ার বেশ কয়েকটি দেশের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও এ স্মার্টফোনটি পাওয়া যাবে। বর্তমানে বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে। মটোরোলার মটো জি স্মার্টফোনটি ক্রেতাদের আগ্রহ তৈরি করতে পারে। মটো জি স্মার্টফোনটির দাম ১৭৯ মার্কিন ডলার।