ওয়াই-ফাই প্রযুক্তি উদ্ভিদের জন্য ক্ষতিকর

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি ডেনিশ বিশেষজ্ঞদের করা এক জরিপে দেখা গেছে, ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে সহায়ক নয়। ডেনমার্কের শিক্ষার্থীদের একটি দল ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে ক্ষতিকর হওয়ার প্রমাণ পেয়েছে। এ গবেষণার জন্য শিক্ষার্থীরা গাছপালার কাছে ওয়াই-ফাই রাউটার স্থাপন করে। তারা একটি কক্ষে ওয়াই-ফাই রাউটার ছাড়া গাছপালার চারাসহ ছয়টি ট্রে এবং অন্য কক্ষে ওয়াই-ফাই রাউটারসহ গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রে রাখে। ১২ দিন পর গবেষক দলটি লক্ষ করে, ওয়াই-ফাই রাউটার থেকে দূরে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো স্বাভাবিকভাবে বাড়ে। অন্য দিকে ওয়াই-ফাই রাউটারের কাছে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো অনেকটা বাদামি রঙ ধারণ করে। এছাড়া ওয়াইফাই তরঙ্গ ব্যবহার করে ইশারাতেই নিয়ন্ত্রণ করা যাবে আশপাশের ইলেকট্রনিক যন্ত্রপাতি। নতুন এ প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘ওয়াইসি’। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকেরা নতুন প্রযুক্তিটির উন্নয়ন করেছেন। নতুন এ প্রযুক্তিটির মাধ্যমে যে কোনো ইলেকট্রনিক যন্ত্র শুধু হাতের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকেরা। ওয়াইসি প্রযুক্তিতে বাসার ওয়াইফাই সংযোগের সাহায্যে মানবদেহে একটি তরঙ্গের সৃষ্টি করে। এর ফলে মানুষ ওয়াইসির মাধ্যমে বাসার টিভি বা স্টেরিওর মতো যন্ত্র চালু বা বন্ধ করতে পারবে। দেয়াল বা প্রতিবন্ধকতার মধ্যেও ওয়াইসি প্রযুক্তি কাজ করতে সক্ষম বলেও জানান গবেষকরা। গবেষকদের মতে, বর্তমানে নয় রকমের দেহভঙ্গির ৯৪ শতাংশ ঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে ওয়াইসি।