ওয়ালটনের নতুন তিন স্মার্টফোন

(প্রযুক্তি প্রতিদিন) অ্যান্ড্রয়েডনির্ভর প্রিমো জিএইচপ্লাস, ভি-১ এবং আর-৩ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। এই স্মার্টফোনগুলো ব্যবহার বান্ধব বলেই ওয়ালটনের দাবি। ওয়াইফাই, ওটিজি, করনিং গোরিলা গ্লাসসহ নানা ফিচার-সমৃদ্ধ স্মার্টফোনগুলো ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
জিএইচ প্লাস স্মার্টফোনটির দাম ১০ হাজার ৫৯০ টাকা। এর বিশেষ ফিচার হচ্ছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং। স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে এক জিবি র্যার্যম, ২২০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং। এতে পেনড্রাইভ, মাউস, কিবোর্ড ব্যবহারের সুবিধাও আছে। এটি থ্রিজি সমর্থন করে।
প্রিমো ভি-১ ওয়ালটন স্মার্টফোনের দাম ২২ হাজার ৯৯০ টাকা। এই স্মার্টফোনটিকে ছবি তোলার যন্ত্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় ওয়ালটন কর্তৃপক্ষ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত কোয়াড কোর প্রসেসরের স্মার্টফোনটি ডুয়াল সিম সুবিধার।
প্রিমো আর-৩ মডেলের নতুন একটি স্মার্টফোন আনার কথা জানিয়েছে ওয়ালটন। চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকবে কোয়াড কোরের প্রসেসর। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। হালকা-পাতলা স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে। স্মার্টফোনটির দাম ১২ হাজার ৮৯০ টাকা।