ওয়ালটনের থ্রিজি সাপোর্টেড স্মার্টফোন

(প্রযুক্তি প্রতিদিন) দেশীয় মোবাইলফোন নির্মাতা প্রতষ্ঠান ওয়ালটনের থ্রিজি সুবিধা সংবলিত প্রিমো ডি, এফ, জি, আর, এইচ, এন এবং এক্স সিরিজের মোবাইল সেটগুলো দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। সাশ্রয়ী মূল্য, উচ্চপ্রযুক্তির সেবা, আকর্ষণীয় ডিজাইনের কারণে ক্রেতাদের নজর কেড়েছে এই থ্রিজি সেটগুলো।
ওয়ালটনের থ্রিজি সেটে রয়েছে ভয়েস কল, ভিডিও কল এবং ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের ব্যবস্থা। যা প্রায় ৪জি সমমানের। এছাড়া টিভিতে অনুষ্ঠান ও খেলা দেখা, ভিডিও ক্লিপস আদান-প্রদান, ভিডিও কনফারেন্স, ভিডিও টেলিফোনি, ইমেজ ট্রন্সফার ও এডিটিং, ব্লগিং, মুভি ট্রান্সফার ইত্যাদি সুবিধা রয়েছে। আরো রয়েছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ ফাইলসহ অন্য ফরমেটের ফাইল পড়া ও ডাউনলোড করার সুবিধা। অচিরেই গুগল প্লে স্টোরে এসব সফটওয়্যার পাওয়া যাবে। কিছু দিনের মধ্যেই বাজারে আসছে ওয়ালটনের তিন মডেলের ট্যাব এবং এক্স-২ মিনি মোবাইল হ্যান্ডসেট।