এলজির ট্যাবলেট ‘জি প্যাড’

(প্রযুক্তি প্রতিদিন) ট্যবলেটের বাজারে নিজেদের অবস্থান জানান দিতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি ৮.৩ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার ‘জি প্যাড’ বাজারে আনছে। এলজির নতুন স্মার্টফোন ‘জি২’-এর পাশাপাশি ‘জি প্যাড’ নামে একটি ট্যাবলেট তৈরি করছে প্রতিষ্ঠানটি। জি প্যাড নকশার দিক থেকে জি২ স্মার্টফোনের মতোই হবে। উন্নত রেজুলেশনের ডিসপ্লেনির্ভর এলজির ট্যাবটি পাওয়া যাবে ওয়াই-ফাই ও ফোরজি সংস্করণে।
জি২ স্মার্টফোনটিকে রয়েছে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের এইচডি পর্দা এবং কোয়ালকমের সর্বোচ্চ দুই দশমিক ২৬ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর।