একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মোস্তাফা জব্বারের বই

(প্রযুক্তি প্রতিদিন) ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শাখায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়টি বাধ্যতামূলক করেছে। নতুন কারিকুলাম অনুযায়ী বিজয় বাংলা কী বোর্ড ও সফটওয়্যারের উদ্ভাবক; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার রচিত ও সিবিও পাবলিকেশন্স কর্তৃক প্রকশিত এই বইটিতে মূলত ছয়টি অধ্যায়ে তথ্য প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
এই বইয়ে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত: ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, ব্যবহারে নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং: ওয়্যারলেস কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস: সংখ্যা পদ্ধতি, কোড, লজিক গেইট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, বাইনারী অ্যাডার, রেজিস্টার ও কাউন্টার। ওয়েব ডিজাইন পরিচিতি এবং ঐঞগখ: আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ইউআরএল, ওয়েবসাইট কাঠামো, হাইপার লিংক, ওয়েব পাবলিশিং ইত্যাদি। প্রোগ্রামিং ভাষা: প্রোগ্রামের ধারণা, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রাম ইত্যাদি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মৌলিক ধারনা, এনটিটি রিলেশনশীপ মডেল, কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ঝছখ ক্লজসমূহের ধারণা, কুয়েরি, ইন্ডেক্সিং, ডেটা সিকিউরিটি, ডেটাবেজ এনক্রিপশন, কর্পোরেট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ডেটাবেজ ইত্যাদি। যে কোন পাঠক ও শিক্ষার্থীরা এই বইতে সহজ ভাষায় তথ্য প্রযুক্তির এসব গুরুত্বপূর্ণ বিষয়াবলী সর্ম্পকে জানতে পারবে। বইটি এখন দেশব্যাপী সর্বত্র পাওয়া যাচ্ছে।
বইটির নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
লেখক: মোস্তাফা জব্বার;
দাম: সাদা-১০৩ টাকা ও নিউজ- ৮৪ টাকা।