উইন্ডোজ ফোনে চলবে না ইউটিউব

(প্রযুক্তি প্রতিদিন) মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি বন্ধ (ব্লক) করে দিয়েছে গুগল। কয়েক মাস আগে উইন্ডোজ ফোন স্টোরে ইউটিউব অ্যাপটি ছাড়া হয়। তবে সেই অ্যাপটি ছিল মাইক্রোসফটের তৈরি। আর তাই শেষ পর্যন্ত এ বিষয়ে গুগলের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করার দায়ে বাতিল করা হলো অ্যাপটি। এ বিষয়ে মাইক্রোসফটের কাছে প্রতিবাদও জানিয়েছিল গুগল।
ইউটিউবের মতো জনপ্রিয় একটি ভিডিও দেখার অ্যাপ উইন্ডোজ ফোনে না থাকলে বেশ ক্ষতির মুখে পড়বে মাইক্রোসফট। আর সেটি যাতে না হয়, এ জন্যই মাইক্রোসফট নিজ থেকেই ইউটিউব অ্যাপের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) দিয়ে একটি ইউটিউব অ্যাপ তৈরি করে নিজেদের অনলাইন ষ্টোরে ছাড়ে। ইউটিউব ব্যবহারের শর্ত ভঙ্গ করায় তার প্রতিবাদ জানিয়েছিল গুগল। সে সময়ে মাইক্রোসফট নিজেদের স্টোর থেকে কিছুদিনের জন্য ইউটিউব সরিয়ে নিলেও কয়েক দিনের মধ্যে আবারও ছাড়া হয়।