উইকিপিডিয়ার নতুন প্রশাসক নুরুন্নবী চৌধুরী

(প্রযুক্তি প্রতিদিন) বাংলা উইকিপিডিয়ার ১৩তম প্রশাসক নির্বাচিত হলেন নুরুন্নবী চৌধুরী হাছিব। বাংলা উইকিপিডিয়া কতৃপক্ষ জানিয়েছে, নুরুন্নবী চৌধুরী হাছিব বাংলা উইকিপিডিয়ার একজন উইকিপিডিয়ান। তিনি জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে তথ্য বাংলা ভাষায় বাংলা ভাষাভাষীদের সকলের কাছে পৌঁছে দেবার মহৎ চেষ্টায় দীর্ঘদিন যাবৎ উইকিপিডিয়ায় নানান তথ্য ও ছবি সংযুক্ত করে যাচ্ছেন।
তাঁর কার্যতালিকার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিবন্ধ, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম ইত্যাদি সহ আরও বহু আর্টিকেল নিবন্ধিত আছে। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ১৩তম অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্সসহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ২০০৮ সাল থেকে সক্রিয় ভাবে নিয়মিত নিবন্ধ যোগ এবং সম্পাদনার কাজ করছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। পাশাপাশি নিয়মিত ভাবে দেশের বিভিন্ন স্থানে উইকিপিডিয়ার কার্যক্রম সম্প্রসারণ করতেও নিয়মিত ভাবে কর্মশালা, সেমিনার পরিচালনাও করছেন তিনি। অ্যাডমিন দায়িত্ব পাওয়ার পর নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, ‘মূলত অ্যাডমিনরা উইকিপিডিয়ার প্রশাসন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। নিবন্ধ তৈরি করা, সম্পাদনা এসব কাজ সাধারণ ব্যবহারকারীরাই করে থাকেন। তাদের সহযোগিতা বিশেষ করে উইকিপিডিয়ার নিয়ম-নীতি, শৃঙ্খলা রক্ষায় কাজ করেন প্রশাসকেরা।’ নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরার ব্যাপারে কাজ করবেন বলেও জানান তিনি।
উইকিপিডিয়ার তাঁর বিস্তারিত জানতে পারবেন http://bn.wikipedia.org/wiki/user:nhasive সাইটে।