ইন্টেলের নতুন প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিক

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের শীর্ষ চিপনির্মাতা প্রতিষ্ঠান ‘ইন্টেল’ এর প্রধান নির্বাহী পদে পরিবর্তন ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেব দায়িত্বে আসছেন ব্রায়ান ক্রেরসানিস। ইন্টেল জানিয়েছে, ব্রায়ান ক্রাজানিক এর আগে ইন্টেলের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আগামী ১৬ মে থেকে দায়িত্ব পালন শুরু করবেন। ইন্টেলের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্রায়ান ক্রাজানিক-কে ইন্টেলের প্রধান নির্বাহী পদে মনোনিত করা হচ্ছে। এই পরিচালনা পর্ষদের বিশ্বাস, ইন্টেলের অগ্রগতির পথে ব্রায়ান ক্রাজানিকই সঠিক ব্যক্তি। ইনটেলের বর্তমান প্রধান নির্বাহী পল ওটালিনি গত বছরের নভেম্বরে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাঁর পদে আসছেন ইন্টেলে তিন দশকের বেশি সময় ধরে কাজ করে যাওয়া ব্রায়ান ক্রেরসানিস।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ক্রেরসানিস জানিয়েছেন, প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান তিনি। দ্রুত গতির মোবাইল চিপ তৈরি এবং ইনটেলকে নতুন যুগে নিয়ে যেতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন ব্রায়ান। ইন্টেল মাইক্রোসফটের সঙ্গে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করে যাওয়ার পর এবার গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে। ইন্টেল সম্প্রতি পিসি কম্পিউটিং থেকে স্মার্টফোনে কম্পিউটিং এর দিকে মনোনিবেশ করছে। এজন্য প্রতিষ্ঠানটি নিবিড় পর্যবেক্ষণ করছে। ধারনা করা হচ্ছে, এই কার্যক্রমের অংশ হিসেবে নতুন প্রধান নির্বাহী পদে পরিবর্তন আসছে। ডেস্কটপ কম্পিউটার এর চাহিদা কমে যাওয়ায় স্মার্ট কম্পিউটিং এ ল্যাপটপ বা নোটবুক আধিপত্য চলে এসেছে। তবে সেই আধিপত্যও বজায় থাকছে না। এবার স্মার্ট কম্পিউটিং এ ট্যাব ও স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি নতুন প্রজন্মের ‘হ্যাসওয়েল’ প্রসেসরের সঙ্গে উন্নত গ্রাফিকস আনতে বিশেষ ‘আইরিশ’ চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইন্টেল।