ইউটিউবে আসছে পেইড মিউজিক সেবা

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের শীর্ষ অনলাইন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে অর্থের বিনিময়ে বিজ্ঞাপনহীন গান শোনা ও ভিডিও দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। আগামী বছরের যেকোনো সময় সেবাটি চালু হতে পারে। তবে মিউজিক সেবা চালু হলেও গ্রাহকরা এখনকার মতোই সাইটটিতে বিনামূল্যে ভিডিও দেখা ও বিনিময়ের সুযোগ পাবেন। তবে এর মধ্যেই যারা বিজ্ঞাপনহীন সঙ্গীত বা মিউজিক ভিডিও উপভোগ করতে চান, তারা সেটি পাবেন অর্থের বিনিময়ে। আবার পেইড গ্রাহকরা ভিডিও ইচ্ছেমতো মজুদ করে অফলাইনেও উপভোগ করতে পারবেন।ইউটিউবে ঢুকতে গেলে কোনো ধরনের পে-গেটের সম্মুখীন হতে হবে না গ্রাহকদের। এখনকার মতোই তারা যেকোনো ডিভাইসে মিউজিক স্ট্রিমিং করতে পারবেন।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অত্যন্ত জনপ্রিয় এ সাইট থেকে আয় বাড়ানোর অংশ হিসেবেই পেইড সেবা চালু করা হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি পেইড অনলাইন টিভি চ্যানেল চালু করে সাইটটি। মোবাইল ডিভাইসে এ সেবা পেতে মাসে ১০ ডলারের মতো খরচ হতে পারে। এতে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবে ইউটিউব।