ইইউ’র কার্যালয়ে এনএসএ’র তদারকি

(প্রযুক্তি প্রতিদিন) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কার্যালয় ও অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসএ) আড়ি পেতেছিল। এনএসএর সাবেক গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি থেকে এ তথ্য উৎঘাটন হয়েছে।
স্নোডেনের কাছ থেকে ২০১০ সালের সেপ্টেম্বরের একটি গোপন এনএসএ নথি পেয়েছে তারা। এতে কীভাবে ইইউর আঞ্চলিক-আন্তর্জাতিক কার্যালয় ও অভ্যন্তরীণ কম্পিউটারে আড়িপাতা যন্ত্র স্থাপন করা হয়েছে, তার বর্ণনা রয়েছে। এমনকি এই নথিতে দেখা গেছে জাতিসংঘে অবস্থিত ইইউ কার্যালয়েও আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দারা। এর মাধ্যমে শুধু ইইউ নেতাদের কথাবার্তা ও ফোনকল নয়, বিভিন্ন নথি ও ই-মেইলও হাতিয়ে নিয়েছিল মার্কিনরা।
এনএসএর আড়িপাতা কার্যক্রম থেকে রক্ষা পায়নি ব্রাসেলসে অবস্থিত জাস্টাস লিপসিয়াস ভবনগুলোও। এখানেই ইইউ জাতীয় সরকারগুলোর প্রতিনিধি ইউরোপিয়ান কাউন্সিলের সদর দফতর অবস্থিত। এনএসএর নথিতে স্থাপনাটিকে রিমোট মেইনটেন্যান্স ইউনিট হিসেবে উল্লেখ করা হয়েছে।