আড়িপাতা আগ্রাসী ও অবৈধ : এডওয়ার্ড স্নোডেন

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি মার্কিন ও বিদেশী নাগরিকদের ফোনকল ও ই-মেইলে ওয়াশিংটনের গোয়েন্দাদের আড়িপাতার তথ্য ফাঁস করে দেন স্নোডেন। এর পর পরই ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক এ গোয়েন্দা বিশ্লেষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে মার্কিন সরকার। মার্কিন সরকারের আড়িপাতা কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও আগ্রাসী বলে মন্তব্য করেছেন এডওয়ার্ড স্নোডেন। রাশিয়ার শেরমেইতেভো এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন স্নোডেন। এ কার্যক্রমকে মানবাধিকারের ওপর চরম আঘাত বলেও জানান তিনি। গত মাসে গার্ডিয়ান পত্রিকায় মার্কিন সরকারের বিভিন্ন গোপন নথি ফাঁসের পর এবারই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন তিনি। স্নোডেন আরো জানান, রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য এরই মধ্যে তিনি ক্রেমলিনের কাছে আবেদন করেছেন। স্নোডেন নিরাপত্তা ও সাহায্যের জন্য শেরমেইতেভো এয়ারপোর্টে জড়ো হওয়া লোকজনকে শান্ত হওয়ার আহ্বান জানান। স্নোডেনের খোঁজে বেশকিছু দিন ধরেই হন্যে হয়ে ঘুরছে মার্কিন প্রশাসন। মার্কিন সরকার তাকে চরম শাস্তিদানের মাধ্যমে তার মতো অন্য সবাইকে হুঁশিয়ার করে দেয়ার চেষ্টা করছে। যাতে তাদের অবৈধ কার্যক্রমগুলো আর কেউ ফাঁস করার সাহস না পায়। রাশিয়ায় স্নোডেনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউজের প্রতিনিধি জে কার্নি বলেন, রাশিয়া স্নোডেনকে মার্কিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটি স্থান তৈরি করে দিচ্ছে। ফলে এ বিষয়ে রাশিয়া তার নিরপে অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। ক্রেমলিন ও হোয়াইট হাউজ সম্পর্ককে অটুট রাখার জন্য স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরেরও আহ্বান জানান কার্নি।