আসছে যান্ত্রিক মস্তিষ্ক

সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী চিন্তাভাবনা ও আবেগ প্রকাশ করতে পারে এমন যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছেন। মানুষের মস্তিষ্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই যন্ত্র উদ্ভাবিত হলে গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।
সুইজারল্যান্ডের ফেডারেল পলিটেকনিক স্কুল অব লসানের (ইপিএফএল) মানব মস্তিষ্ক প্রকল্পের (এইচবিপি) দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী অঁরি মারক্রাম ও তাঁর সহযোগীরা মানুষের মস্তিষ্কের সামগ্রিক উদ্দীপনা কম্পিউটারের মাধ্যমে তৈরি করছেন। তাঁদের আশা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের নির্দিষ্ট বৈশিষ্ট্যের উৎস সম্পর্কে সুগভীর অন্তর্দৃষ্টি অর্জন সম্ভব হবে এবং মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসা ও কম্পিউটার প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আনুমানিক ১০ বছরব্যাপী এই প্রকল্পটি হবে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক গবেষনা গুলোর একটি। মানব মস্তিষ্কের বিভিন্ন উদ্দীপনা শনাক্ত করে সেগুলো কম্পিউটারভিত্তিক সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে পুনর্গঠন করা হবে। পরে এই জীববৈজ্ঞানিক প্রক্রিয়া কৃত্রিম উপায়ে রোবটে সংযোজন করা হবে। রোবট চিন্তাভাবনার সামর্থ্য বা পরিপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অর্জন করবে। এই আবিষ্কারের প্রয়াসকে ভয় পাওয়ার পরিবর্তে স্বাগত জানানো উচিত বলে জানিয়েছেন গবেষকরা।