আসছে ভ্যাপার লেজার ট্যালোন জুতা

ফুটবল খেলার জন্য বিশেষভাবে তৈরি ভ্যাপার লেজার ট্যালোন নামের স্নিকারটি তৈরীতে ব্যাবহার করা হচ্ছে ত্রিমাত্রিক প্রিন্টার। প্রথম বারের মত ত্রিমাত্রিক প্রিন্টারে জুতা তৈরী করছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা নাইকি। মাত্র ৫ দশমিক ৬ আউন্স ওজনের এ জুতার শুকতলাসহ বিভিন্ন নকশা প্রিন্ট করা হয়েছে ত্রিমাত্রিক প্রিন্টারে। সিলেকটিভ লেজার সিনটারিং নামের বিশেষ একটি প্রক্রিয়া ব্যবহার করে বানানো হচ্ছে এ জুতা। প্রথমে প্লাস্টিক কিংবা ধাতবগুঁড়োর ওপর লেজার রশ্মি ফেলা হয়। তাতে এগুলো গলে গিয়ে আশপাশে থাকা উপাদান থেকে পৃথক হয়ে যায়। ফলে কয়েক দিনের বদলে মাত্র কয়েক ঘণ্টায় জুতোর নকশা তৈরি করা সম্ভব হচ্ছে।
এ জুতা পরিহিত খেলোয়াড় দ্রুত নিজেকে স্থির করে ফেলতে পারবেন। আবার চোখের পলকে দৌড়ানো শুরু করতে পারবেন। ক্রীড়া পরিভাষায় এ অবস্থান পরিবর্তনকে বলা হয় জিরো স্টেপ। জিরো স্টেপের ক্ষেত্রে ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ।চলতি বছরেই খেলোয়ারদের কথা মাথায় রেখে এ জুতার বাজার জাত করবে নাইকি।