আসছে পরিবেশ বান্ধব স্মার্টফোন

(প্রযুক্তি প্রতিদিন) আমাদের পুরোনো ফোনগুলো অচল হয়ে গেলে ফেলে দিব এটাই স্বাভাবিক। তবে গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে এমন স্মার্টফোন তৈরি করা হবে যার উপযোগিতা ফুরিয়ে গেলেও ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। আগামী দিনের স্মার্টফোন এমন ভাবে তৈরী করা হবে পানির সংস্পর্শে এলেই ফোনটি পানির সাথে মিশে যাবে এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।
যুক্তরাষ্ট্রের ইলিনয়িস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এরকম পরিবেশ বান্ধব স্মার্টফোন তৈরির জন্য গবেষণা করছেন। এ বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক জন রজার্স জানিয়েছেন, ‘বর্ন টু ডাই’ নামের একটি প্রকল্প নিয়ে তারা কাজ করছেন। এ প্রকল্পের অধীনে সহজে পানিতে মিশে যায় এমন উপাদান যেমন সিল্ক থেকে একটি চিপ তৈরি করেছেন যা সহজেই গরম পানিতে গলে যাবে। তারা আশাবাদি আগামীদিনের ফোনগুলো পরিবেশ বান্ধব হেব এবং এটি অতিরিক্ত কোন আবর্জনা সৃষ্টি করবে না।