আসছে নতুন গেমিং কনসোল : ষ্টিম বক্স

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভালভ ‘ষ্টিম বক্স’ নামের নতুন একটি গেমিং কনসোল বাজারে আনার ঘোষনা দিয়েছে। পরীক্ষামূলক ভাবে আগামী চার মাসের মধ্যে ভালভের তৈরি ভিডিও গেম কনসোলটি বাজারে আসত পারে। ভালভ এর প্রধান নির্বাহী গ্যাব নিউওয়েল সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন। গ্যাব নিউওয়েল আরো জানিয়েছেন, ইতোমধে আমরা ‘স্টেম বক্স’ নামের নতুন একটি গেমিং কনসোল ও এর সফটওয়্যার তৈরির কাজে হাত দিয়েছি।‘স্টেম বক্স’ কনসোলটিতে অন্য সব কনসোল এর চেয়ে নতুনত্য আনা হয়েছে। এটি পাশাপাশি টেলিভিশন বা কম্পিউটার ডিসপ্লেতে সংযোগ করে ব্যবহার করা যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘স্টেম বক্স’ কনসোলটি জনপ্রিয় গেম কনসোল এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।