আসছে গ্র্যান্ড থেফট অটো৫

(প্রযুক্তি প্রতিদিন) মার্কিন গেম নির্মাতার রকস্টার জানিয়েছে, জনপ্রিয় গেম গ্র্যান্ড থেফট অটোর পঞ্চম সংস্করণ বাজারে আসছে আগামীকাল। বিশ্বের প্রায় সব বড় বাজারেই একসাথে উদ্বোধন করা হবে গেমটি। নতুন গেমটির রেডিও স্টেশনগুলোর সংগ্রহে অনেক গান থাকছে। এ গেমটির জন্য গান গেয়েছেন কুইন, ডেফ লেপার্ড, মিউজ, রিয়ান্না, ব্রিটনি স্পিয়ার্স, স্নুপ ডোগ, পাল্প, ব্ল্যাক ফ্যাগ, অ্যাফেক্স টুইন, দ্য সার্কেল জার্কস ও আউটক্যাস্ট। ওপেন ওয়ার্ল্ডভিত্তিক গেমটি প্রথম থেকে বিভিন্ন দোকান ও অনলাইন থেকে কিনতে পারবেন গেমাররা। নতুন সংস্করণে গেমটির গ্রাফিকস ও গল্পে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এ গেমের মূল চরিত্র মাইকেল তার অবসর ছেড়ে ফ্রাংকলিন ও ট্রেভরের সাথে যোগ দিয়ে লস সান্তোসে রক্তের বন্যা বইয়ে দেবে। তবে গেমটি অনলাইনে খেলা যাবে কি না তা জানায়নি রকস্টার। এ গেমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মূল চরিত্র পরিবর্তনের সুবিধা। মাইকেলকে গাড়ি চালানো অবস্থায় রেখে চাইলে ফ্রাংকলিন কিংবা ট্রেভরের সাথে শহরের আরেক প্রান্তে অভিযান চালানো সম্ভব হবে এতে। আর প্রতিটি চরিত্র সক্রিয়ভাবে নিজেদের জীবনযাপন করে যাবে। গেমটির ড্রাইভিং ও শুটিং দতাও ব্যাপকভাবে উন্নয়ন করা হয়েছে। আগের মতো একটির পর একটি অস্ত্র পরিবর্তন না করে এতে সরাসরি মেনু থেকে অস্ত্র বেছে নেয়ার সুযোগ থাকছে। ড্রাইভিংয়ের েেত্র আশপাশের পরিবেশের চেয়ে গতির দিকেই বেশি মনোযোগ দেয়া হয়েছে এতে।