আসছে কল অব ডিউটির নতুন সংস্করন ঘোস্ট

(প্রযুক্তি প্রতিদিন) চলতি বছরের নভেম্বরে বাজারে আসছে জনপ্রিয় গেমস কল অব ডিউটির নতুন সংস্করণ ঘোস্ট। নতুন সংস্করনটি তৈরি করছে ক্যালিফোর্নিয়াভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড। তারা জানিয়েছে, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০, পিসি এবং পরবর্তী প্রজন্মের কনসোলগুলোয় গেমটি খেলা যাবে। গেমটির গল্প ও চরিত্র এ সিরিজের অন্য গেমগুলোর তুলনায় ভিন্ন হবে বলে জানায় মার্কিন গেম পরিবেশক প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড। নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড ‘কল অব ডিউটি’র আসল গেমটিসহ কল অব ডিউটি ৪ মডার্ন ওয়ারফেয়ার এবং এর দুটি সিকুয়েল তৈরি করেছে। ‘কল অব ডিউটি’র নতুন গেমটিতে সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্র ব্যবহার করা হবে বলে জানান অ্যাকটিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক হির্শবার্গ। ইনফিনিটি ওয়ার্ড ‘কল অব ডিউটি : ঘোস্ট’ গেমটি এ সিরিজের বাকিগুলোর তুলনায় ভিন্নভাবে তৈরি করা হচ্ছে। চলতি মাসের ২১ তারিখে মাইক্রোসফটের এক্সবক্স সিরিজের পরবর্তী পণ্য উদ্বোধনের দিনে ‘ঘোস্ট’ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে অ্যাকটিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।