আইফোন ৫এস ও ৫সি বিক্রি শুরু

(প্রযুক্ত প্রতিদিন) বিশ্বের ১১ টি দেশে আজ থেকে আইফোন ৫এস ও ৫সি বিক্রি শুরু করেছে অ্যাপল। অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ক্রেতারা সর্বপ্রথম আইফোনের নতুন মডেল হাতে পাচ্ছেন। চলতি বছরের শেষ নাগাদ ১০০ টির বেশি দেশের ২৭০টি মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন বিক্রি করবে।
অ্যালুমিনিয়ামের কাঠামোর আইফোন ৫এসে রয়েছে দ্রুতগতির এ৭ প্রসেসর। অ্যাপলের দাবি, এ প্রসেসর দ্রুতগতিতে অ্যাপ্লিকেশন চালানো ও গ্রাফিকস-সংক্রান্ত কাজে সুবিধা দেবে। আইফোনের এ সংস্করণে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ব্যবহূত ক্যামেরা সেন্সরটি আইফোন ৫-এর তুলনায় ১৫ শতাংশ বড়। আইওএস ৭ অপারেটিং সিস্টেমনির্ভর আইফোন ৫এস থ্রিজি নেটওয়ার্কে ১০ ঘণ্টা টকটাইম-সুবিধা দিতে সক্ষম হবে। এতে আরো রয়েছে আইডি সেন্সর, যা ফিংগার প্রিন্ট শনাক্ত করতে পারে। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইফোন ৫এস মডেলের দাম ৬৪৯ মার্কিন ডলার।
আইফোন ৫সি মডেলটি ৫এসের তুলনায় সাশ্রয়ী। এতে রয়েছে চার ইঞ্চি মাপের ডিসপ্লে, এ৬ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি আইফোন ৫সির ৩২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার মডেলটির দাম ৫৪৯ মার্কিন ডলার।