অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের গল্প

(প্রযুক্তি প্রতিদিন) “দুটি জিনিস আমাকে সবসময় উদ্ভাবনে সাহায্য করেছে।
এক. আমার অর্থাভাব ছিল আর
দুই. ওই কাজগুলো আমি আগে কখনো করিনি।
যেহেতু আমার অর্থাভাব ছিল, কাজেই আমি খুঁজে বের করতাম কতো সস্তায় একটা জিনিস বানানো যায়। তৈরি জিনিসটা বিক্রি করতে পারা পরের বিষয়, আগে তো জিনিসটা বানাতে হবে। হাতে যেহেতু পয়সা নেই, কাজেই যতো সস্তায় সম্ভব সেটা বানাতে চাইতাম আমি। আর যেহেতু কাজগুলো আমি আগে কখনো করিনি, কাজেই আমি নিজের মতো করে জিনিসটা বানাতে চাইতাম। সে করণেই আমি ৫০টি মাইক্রোপ্রসেসরের বদলে মাত্র ৮টি মাইক্রোপ্রসেসর দিয়ে কম্পিউটারের সার্কিট বোর্ড বানাতে পেরেছিলাম। ওই কাজটি আমি আগে থেকেই যদি করতাম তাহলে হয়তো প্রচলিত পথে ৫০টি চিপ দিয়েই সার্কিট বানাতাম।”