অ্যান্ড্রয়েডে খেলা যাবে অ্যামাজনের গেম সার্কেল

(প্রযুক্তি প্রতিদিন) অ্যামাজনের গেমিং সোস্যাল নেটওয়ার্ক গেমসার্কেল এখন থেকে অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে। এর আগে সীমিত আকারে চালু থাকলেও এবারই প্রথম সাইটটিকে ব্যাপক আকারে উদ্বোধন করল শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন। এর আগে অ্যামাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেট ও ই-রিডারে আগে থেকেই এ সেবাটি ব্যবহার করা যেত। এখন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং চালিত যে কোন ডিভাইসেও তা ব্যবহার করা যাবে।
গেম সার্কেল তার গ্রাহকদের জন্য এক অভাবনীয় অফার নিয়ে আসছে বলে জানিয়েছেন, অ্যামাজানের শীর্ষ কর্মকর্তারা। এর ফলে একজন গ্রাহক তার বন্ধুদের সঙ্গে সর্বক্ষণই গেমের মাধ্যমে যুক্ত থাকতে পারবেন। পাশাপাশি গেমারদের বিভিন্ন গেমের সব তথ্যও সংরক্ষণ করা হবে এর অন্তর্ভুক্ত ক্লাউড সেবার মাধ্যমে। এ তথ্যগুলোর মধ্যে গেমারদের লিডার বোর্ড তথ্য ও গেমের অগ্রগতি সংরক্ষণ অন্যতম।
বর্তমানে এ সেবার মাধ্যমে একজন গেমার প্রায় ৫০০টি গেম খেলতে পারবেন। তবে এই সংখ্যা অচিরেই আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদী অ্যামাজান।