অপ্রয়োজনীয় ইমেইল অটো ডিলিট করবেন কিভাবে

অপ্রয়োজনীয় ইমেইল ডিলিট করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলার উপক্রম হয়। কিন্তু চাইলেই একসঙ্গে সব অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সম্ভব। আসুন জেনে নেওয়া নেই জিমেইলে এক সঙ্গে একাধিক অপ্রয়োজনীয় ইমেইল কী ভাবে ডিলিট করবেন। প্রথমেই কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে জিমেইল খুলুন। এর পরে সার্চ বারের ঠিক পাশে দেখতে পাবেন, ‘শো সার্চ অপশনস’ নামক একটি লেখা। এবার সেন্ডারের নামটি টাইপ করুন তার জন্য আপনাকে ‘ফ্রম’ বক্সে যেতে হবে। এরপর ‘ক্রিয়েট ফিল্টার’ অপশনটি সিলেক্ট করুন এবং পরবর্তীতে ‘ডিলিট ইট’ অপশনে ক্লিক করুন।

এখন এই নির্দিষ্ট ফিল্টার থেকে ভবিষ্যতের সব ইমেইল স্বয়ংক্রিয় ভাবেই মুছা যাবে। আর এই ভাবেই আপনার জিমেইল ইনবক্স থেকে অবাঞ্ছিত ইমেইলগুলো প্রতিরোধ করতে পারেন আবার ডিলিটও করতে পারবেন।