সবচেয়ে বেশি আয় করা অনলাইন গেম : ক্রসফায়ার

(প্রযুক্তি প্রতিদিন) ২০০৭ সালে দক্ষিন কোরিয়ার চালু হয় অনলাইন ফার্স্ট পারসন শুটার গেম হলো ক্রসফায়ার। গেমটি তৈরি করা হয়েছে জনপ্রিয় কাউন্টার স্ট্রাইকের আদলে। তবে কাউন্টার স্ট্রাইকের চেয়ে এটি অনেক বেশি পরিবর্ধিত ও বিস্তৃত। এখানে রয়েছে কয়েক ডজন ম্যাপ, গেম মোড, হরেক রকম অস্ত্র ও চরিত্র। গত বছরের হিসাবে গেমটি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অনলাইন গেম। আয়ের ক্ষেত্রে ‘ক্রসফায়ার’ টেক্কা দিয়েছে আন্তর্জাতিক অনলাইন অপর গেম লিগ অব লিজেন্ডকে। তবে ক্রসফায়ার খেলতে কোনো ধরনের পয়সা গুনতে হয় না। শুধু গেমের চরিত্রকে আরো উন্নত করতে ইন-গেম উপাদান পেতে চাইলে তা কিনতে হয়। তবে আর্থিকভাবে ব্যাপক সাফল্য পেলেও বিশ্ববাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি গেমটি। বিশেষ করে অনলাইনে প্রচলিত প্রতিযোগিতামূলক গেমগুলোর মতো মোটেও পরিচিতি পায়নি এটি। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ক্রসফায়ারের মূল সাফল্য এসেছে তাদের পে টু উইন অবকাঠামোর মাধ্যমে।