নতুন বছরে শাওমি বেশ ধামাকার সাথেই শুরু করতে যাচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর চীনের বাজারে উন্মোচন করবে শাওমির ফ্ল্যাগশিপ সিরিজ মি১১। আর নতুন বছরের শুরুতেই ৫ জানুয়ারি ভারতে মি ১০আই লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও মি ১০আই কোনো নতুন স্পেসিফিকেশনের ফোন হবে না। এই ফোনটি সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো ৫জি এর রিব্রান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসবে। রেডমির এই ফোনটিরও কোয়াড ক্যামেরা সেটআপের প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল৷
মি ১০আই ফোনটি ভারতে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে গ্রেডিয়েন্ট অরেঞ্জ/ব্লু হিউ, ব্ল্যাক, ও ব্লু রঙে পাওয়া যাবে।
রিব্রান্ডেড সংস্করন হিসেবে আসায় মি ১০আই স্পেসিফিকেশন রেডমি নোট ৯ প্রো ৫জি এর অনুরূপ হবে৷ সেই হিসেবে মি ১০আই ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে৷ এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই (MIUI) ১২ ইন্টারফেস সহ আসবে৷ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে৷
ফোনের পেছনে ১০৮+৮+২+২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা থাকবে৷ সেলফি ক্যামেরার হিসাবে এখানে ১৬ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান সাপোর্ট করবে।পাওয়ারের জন্য এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।