ভারতের বাজারে আসছে শাওমির দুর্দান্ত এক্স সিরিজের ফোন। ২৩ এপ্রিল ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে শাওমি ৷ মি ১১ আল্ট্রা সহ একই দিনে বাজারে আসছে মি এক্স সিরিজের ফোন ৷ মি এক্স শাওমির ফ্ল্যাগশিপ ফোন ৷ শাওমির এক্স সিরিজের দুটি হ্যান্ডসেট লঞ্চ করা হবে। যার একটি মি ১১ এক্স এবং অপরটি মি ১১ এক্স প্রো।
স্মার্টফোনের দুনিয়ায় এই মুহূর্তে খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে মি ১১ আল্ট্রা ফোনটি। কারণ, এই ফোনে দুটি ডিসপ্লে দেওয়া হয়েছে। একটি ফোনের সামনে এবং অপরটি ফোনের পিছনে রিয়ার ক্যামেরা প্যানেলের সঙ্গে। ফোনের পিছনে রিয়ার ক্যামেরা প্যানেলে যে সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে, তা ১.১ ইঞ্চির অ্যামোলেড অলয়েস অন ডিসপ্লে। এই স্ক্রিন কাজ করবে রিয়ার ক্যামেরা প্যানেলের ভিউফাইন্ডার হিসেবে। এছাড়াও এই সেকেন্ডারি ডিসপ্লেতে ইউজাররা নোটিফিকেশন, সময়, ব্যাটারি লেভেল-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন।
শাওমির নতুন ফ্ল্যাগশিপ মি ১১ এক্স এবং মি ১১ এক্স প্রো এই ফোন দুটি আসলে রেডমি কে৪০ এবং রেডমি কে৪০ প্রো স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন। মি ১১ এক্স ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টেরই ধরা যেতে পারে ৷ এতে থাকছে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট ৷ এর মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপ, ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ৷ ফোনটিতে ক্যামেরার হিসবে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৷ পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের ৷ ব্যাটারি ৪৫২০ mAh ৷ যা সাপোর্ট করে 33W ফাস্ট চার্জিং ৷ ফোনটির দাম নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি শাওমি কতৃপক্ষ। তবে আশা করা হচ্ছে দাম ৩০ হাজার রুপির মধ্যে থাকতে পারে। ৷