টিকটক যোগ দিলেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং সাম্প্রতিক সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ। শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক একটি গ্লোবাল প্লাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যাবহারকারীদের মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করে নিত্য নতুন কনটেন্ট। সৃজনশীলতার পাশাপাশি আনন্দ প্রচারের এই মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করারও সুযোগ রয়েছে।
তাহসান খান, টিকটকের সেফটি অ্যাম্বাসেডরদের একজন। তিনি একজন প্রখ্যাত মডেল, গায়ক, গীতিকার, সুরকার এবং শিক্ষক। এর পাশাপাশি তিনি অভিনেতা হিসাবে জনপ্রিয়। গত অক্টোবরে টিকটক বাংলাদেশে সুরক্ষিত প্লাটফর্ম গড়ে তোলার লক্ষে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করেছে। তখন তাহসান খান এবং দিলারা হানিফ পূর্নিমাকে নিরাপত্তা দূত হিসাবে নেওয়া হয়েছিল।
জিয়াউল হক পলাশ একজন চলচ্চিত্র এবং টিভি অভিনেতা। সাম্প্রতিক সময় তিনি অসংখ্য টিভি নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ব্যাচেলার পয়েন্ট এর মধ্যে অন্যতম। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনাও করেন।
একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসাবে টিকটক সবসময় সম্প্রদায়ের নিরাপ্ত্তাকে অগ্রাধিকার দিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটক বাংলাদেশে ডেডিকেটেড সেফটি সেন্টার চালু করেছে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নিরাপত্তা নির্দেশিকা সর্ম্কে জানতে ভিজিট করতে পারেন TikTok.com/safety এই ওয়েবসাইটে।