কম দামে শাওমির ফাইভজি ফোন

(মাহমুদুল হাসান) ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে শাওমির নতুন স্মার্টফোন মি টেন লাইট। এটি এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে কম দামের ফাইভ জি ফোন। এই ফোনটির দাম মাত্র ৩৪৯ ইউরো। ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

ফোনটির ব্যাক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। প্রানবন্ত সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে চারটি ক্যামেরা ও ফাইভ জি কানেক্টিভিটি সাপোর্টেড ফােনটিতে আছে ওয়াটারড্রপ স্টাইল নচ। মি টেন লাইটে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট।

পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ফোনটির লুকে নান্দনিকতার ছোয়া দিয়েছে। সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে ফােনটিতে ৪১৬০ মেগাহার্জের লিথিয়াম পলিমার আয়ন ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। নীল, কালো ও সাদা রংয়ের মি টেন লাইট ফোনটি কবে নাগাদ দেশের বাজারে আসবে সে বিষয়ে এখনো কোন তথ্য প্রকাশ করে নাই শাওমি বাংলাদেশ কতৃপক্ষ।