একসাথে কাজ করবে নেক্সপার্ক ও জেসিআই

(প্রযুক্তি প্রতিদিন) নেক্সপার্ক (Nexparc) ও জেসিআই (JCI) গ্রাহকরা ঢাকার রাস্তায় অবৈধ পার্কিং এর ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগে একসাথে কাজ করবে। জেসিআই  মেম্বাররা নেক্সপার্ক এর বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা পাবেন।

আজ রাজধানীর একটিহিোটেলে নেক্সপার্ক এর সাথে জেসিআই্এর চুক্তি সাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় জেসিআই ও নেক্সপার্ক গ্রাহকরা বিভিন্ন সুবিধা পাবেন।   
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সপার্ক এর সিইও মোহাম্মদ শাহরিয়ার খান। ও জেসিআই ঢাকা পশ্চিম এর লোকাল প্রেসিডেন্ট সাফি ইমন । আরও উপস্থিত ছিলেন নেক্সপার্ক এর কো-ফাউন্ডার শাহিনূর ইসলাম ও কো-ফাউন্ডার মারুফ লয়িাকত ও হেড অফ অপারেশন্স এন্থনি রোজারিও এবং জেসিআই এর বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা।
নেক্সপার্ক ও জেসিআই এর উভয়েই মনে করে রাস্তায় অবৈধ পার্কিং এর ফলে দেশের আর্থ সামাজিক যে ক্ষতি হচ্ছে তা শুধু আইনের মাধ্যমে প্রতিকার সম্ভব নয় এর জন্য দরকার সামাজিক আন্দোলন আর এই সামাজিক আন্দোলনে উভয়ই একসাথে কাজ করে যাবে।