স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রিতষ্ঠান এলজি নিয়ে এসেছে স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয় প্রযুক্তি ‘ফ্যাবলেট’। ৫.৫ ইঞ্চি পর্দার এই এলজি অপটিমাস জি প্রোতে দু’টি ক্যামেরা রয়েছে। ফ্যাবলেটের সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ মেমোরি থাকছে এবং এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কেরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশে ফ্যাবলেট সরবরাহ করবে বলে জানিয়েছে এলজি।